মন ঘুর্ণির চঞ্চল পাখায়
ঘোরে মন-অনুক্ষণ।
ভালবাসার বাসাহারা পাখি
করে ডাকাডাকি।
বাতাসের সুরে সুরে,
দূরে-বহু দূরে দূরে--
হারিয়ে যায়--
কোন অজানায়।
অস্ফূট সে ধ্বণি
করে কানাকানি--
গোপনে গোপনে।
হৃদয়ে সেই ভালবাসা
না পাওয়ার ভাষা---
ভাষাহীন কাঁদে !
নিরুত্তর সেই ছবি
আঁকে বসে কবি---
শব্দের নিপুন তুলিতে ।
যদিও চাই ভুলতে
আশার মূল তুলতে---
শব্দেরা বোনে বীজ।
প্রেম পূষ্প হ'য়ে ফোটে
কবিতার দেহ পটে--
দিবানিশি করে ভীড়
ক'রে তোলে অস্থির ।
তাং--২৯/১২/১৭
[ মন ঘুর্ণির চঞ্চল পাখায় - ‘ফাগুনে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।]