মিথ্যারা খেলা  করে
          -অসিত কুমার মন্ডল

মিথ্যারা খেলা করে আজ চারিদিকে
ভন্ডরা করে উল্লাস;
সত্য শুধুই কানা-ঘুষা করে
বাস্তব এই পরিহাস!

স্বার্থের দ্বন্ধ দিকে দিকে আজ
ন্যায়-নীতি বেমালুম;
পাপের হাসিতে সুখের উচ্ছাস
সরলতা পড়ে ঘুম!

হাসছো সবাই? হেসে কি হবে?
চোখ দু'টো আজ কানা;
ঘটছে যা সবই দেখে যাও শুধু
কলির কান্ড কারখানা!
তাং-২৯/০১/১৮

[ মিথ্যারা খেলা করে- ‘প্রতিবাদী’- কাব্য গ্রন্থে প্রকাশিত কবিতা। প্রকাশকাল-২০২২ সাল। ২১ ফেবুয়ারি -২০২২ উপলক্ষে, বাংলা একাডেমি আয়োজিত জাতীয় গ্রন্থমেলা। বইটি রকমারি ডট কম ও বইফেরী ডট কম-এ পাওয়া যাবে।]