মরণের পরের পৃথিবীতে
-অসিত কুমার মন্ডল

পৃথিবীতে যদি জীবন সূর্য অস্ত যায়;
যদি তোমার ছায়াতে-আমার কায়াতে
পৃথিবীর অক্ষরেখায়-
চন্দ্রগ্রহণ না হয়;
ভাববো তুমি জ্যোতিহীন নক্ষত্র-
সূর্যালোকিত স্বচ্ছ কৌমুদী নও।
পৃথিবী থেকে বহুদূরের গ্রহ-
ইউরেনাস, নেপচুন অথবা প্লুটো।
অথবা অনন্ত আকাশের বুকে স্থিতিশীল-
নক্ষত্রদল হ’তে বিচ্ছিন্ন এক নক্ষত্র;
হয়ত: উল্কপিন্ড-নয়তো বা অশুভ ধুমকেতু!

তুমি হঠাৎ খসে পড়ো পৃথিবীর কক্ষপথে-
আবার অদৃশ্য হয়ে যাও-
অথবা বহুযুগ যুগ পরে দেখা দাও!
হারিয়ে যেতে যেতে একদিন-
চিরতরে হারিয়ে যেও।
আমিও হারিয়ে যাবো পৃথিবী হ’তে-
হয়ত: আর কেউ কারো হবে না দেখা।
পৃথিবীর মিলন কক্ষে-
মরণের পরে দেখা দিয়ো;
মিলনের গান গেয়ো-
সে গান শুধু শুনব আমি একা!
শ্রোতাহীন সেই পৃথিবীতে
মরণের পরের পৃথিবীতে-
যে পৃথিবীতে শুধু তুমি আর আমি।

০৯/১১/১৯৯৮
[প্রেমের কবিতা-কাব্যগ্রন্থ-মনের জানালা খুলে- থেকে]