কখন কে-যে যাচ্ছে চলে
কে রাখে কার খবর!
কেউ পুড়ছে শ্মশানে আর
কারোর হচ্ছে কবর!

মানুষ তবু কলহ আর
হিংসা-বিদ্বেষ ল'য়ে,
একে- অন্যকে ঠকায় শুধু
মানুষের শত্রু হয়ে!

মনের মত আপন করে
বাসবে যাদের ভালো,
স্বার্থপরের মত তাদের
রইবে যে মন কালো!

দু'দিনের এই দুনিয়াতে
কেউ তো আপন নয়,
আপন ভাবা মিথ্যে শুধুই
আপন কেউ না হয়!

মানুষ তুমি ক'দিন রবে
জগত জনের মাঝে?
মনটা তবু রইলো মেতে
খারাপ সকল কাজে!!
তাং-২৮/১০/২০২২