কুকুরের সাথে কুকুর হয়ে বিষ্ঠা খেতে পারে!
শকুনের সাথে শকুনের মত-
পচা গোমাংসে দাঁত বসাতে পারে।
শিয়াল হয়ে শেয়ালের মত
গর্তে প্রবেশ করতে পারে!
বামন, গিরগিটি, টিকটিকির মত-
ধরতে পারে সরিসৃপ রূপ।
ইঁদুর হয়ে ইঁদুরের সাথে মিশতে পারে!
মাকাল ফল হয়েও বর্ণচোরা প্রবৃত্তিতে
জ্ঞানের রাজ্যে উদ্দেশ্য সাধনের জন্য
পাণ্ডিত্যের বাহাদুরি দেখাতে পারে।

কেতাদুরস্ত চেহারার আড়ালে
বিড়াল তপস্বী রূপে পর্দার বাহিরে-
অগাধ জলের মাছের পরিচয় দিতে পারে!
চরিত্রহীন নস্টালজিয়া হয়েও
মহামুনির ভাব ধারণ করতে পারে!
মুসাহেবী স্বভাব নিয়ে-
যেখানে সেখানে লুটোপুটি খেতে পারে!
গলায় তুলসীর মালা,  মাথায় টুপি দিয়ে-
বারাঙ্গনার অভিসারে মিলতে পারে!
বাহিরে হরি হরি, আল্লা আল্লা,
তিলকমাটি, গেরুয়া বসন, আলখেল্লা লাগিয়ে-
ঈশ্বর, গড, খোদার পরম পূজারী হতে পারে!
মন্দির, মসজিদ, গির্জা প্যাগোডায়-
সর্বজন শ্রদ্ধেয় মহা উপাসক হতে পারে!
মানুষরূপী ভন্ড জানোয়ার যাকে বলে!
তাং-০৫/০৭/২০০৩