কালে কালে জেগে ওঠে
                   বিস্ময়ে মহাকাল!
        চারিদিকে নিপীড়িত
                   প্রতিবাদী মানুষেরা---
        অন্যায়ের বিরুদ্ধে উত্তাল!

          বেজে ওঠে সময়ের
                      টুন টুন ঘন্টায়।
            অসত্যের কোলাহল
             মিথ্যার মিছিলের ---
                       মূখর স্লোগান মনটায়।

               ভন্ড- প্রতারক খেলে যায়
                         ছল-চাতুরির খেলা!
               নেই কোন সত্যের
                আলামত জীবনে--
                         কেটে যায় নষ্ট জীবন বেলা !

                  জীবনের অলি-গলি
                            আঁধারের চোরাপথে ;
                    ঢেকে আছে লতা-পাতা
                     মিথ্যার ধোঁয়াশায়---
                              অন্যায়ের কার্পেটে।

                     নীতি আজ ধুকে মরে
                            মানব পশুর হাতে ;
                      অসুর দানব হাঁটে
                       মানব রূপে আজ ---
                            আলোর বিপরীত স্রোতে !
    
                        তাং--১১/১২/১৭

[ মানব রূপী দান-কবিতাটি-‘প্রতিবাদী’-কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত। গ্রন্থটি ২১ শে গ্রন্থমেলা  ২০২২  প্রকাশিত। রকমারি ডট কম থেকে গ্রন্থটি সংগ্রহ করতে পারেন।

[[ সম্মানিত কবি ও লেখক বন্ধুরা। রকমারি ডট কম ও বইফেরী থেকে আমার কাব্যগ্রন্থ-প্রতিবাদী, হাজার বছরের স্বপ্ন- এবং প্রবন্ধগ্রন্থ-সাংস্কৃতিক বিপ্লব- সংগ্রহ করতে পারেন।]]