শিশুদের জন্য ছড়া
খোকার ইচ্ছা
-- অসিত কুমার মন্ডল

সবাই যখন ঘুমিয়ে যাবে
       একলা আমি জেগে রবো;
গভীর রাতে জ্যোসনা বুড়ির
      ' চাঁদের দেশে সাথী হবো!

অদৃশ্য এক রকেট নিয়ে
       উড়ে যাবো আকাশ পথে;
দূর অজানা মেঘের রাজ্য
       পাড়ি দেব সোনার রথে।

ফুল পরীরা দেখে আমায়
       বলবে খোকা যাচ্ছ কোথা?
বলব আমি অনেক দূরে
      উড়ে চলো তোমরা হোথা।

যেথায় জ্বলে তারার আলো
       সূর্য ঘোরে আপন প্রাণে;
যাবো এবার সেথায় আমি
       বুধ, শুক্র, মংগল পানে।

পৌঁছে যাবো বীরের মতন
       ভয় করি না কোনো ভয়!
ইচ্ছা আছে জগত এবার
       একা আমি করব জয়!
রচনাঃ তাং- ২১/০৬/১৮

[[ ছড়া-কবিতাটি-ফুলের রঙে উঠব রেঙে- ছড়াগ্রন্থের অন্তর্ভূক্ত।]]

[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক  সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে  কমেন্টে জানাবেন। বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]