(হাস্যরসাত্মক ছড়া-কবিতা)

কাটুস- কুটুস খটকা খুড়ো
               সদয় পড়ে ঘুম,
বাড়ির ভিতর তিড়িং বিড়িং
               দুষ্টু পাড়ায় ধুম।

লেখা-পড়ায় গড্ডা গুডুম
               মাথাটা তার পচা,
সকাল-বিকাল খায় শুধু
               কলাগাছের মচা।

উলটো ক'রে পেন্টিস পরে
                উলটে পরে জামা,
রাতের বেলা শুকনো মুড়ি
                খায় ধামা ধামা !

ভাত খেলে তার পেটে বাড়ে
                  ভীষণ গন্ডগোল,
আনন্দে সে বাজায় কেবল
                 বতল মার্কা ঢোল।

সবাই বলে খটকা খুড়ো
                পড়ো একটু বই,
লেখা-পড়া শিখেই এবার
               আমরা মানুষ হই ।

তাং-- ২২/১২/১৭

[ ফুলের রঙে উঠব রেঙে- ছড়াগ্রন্থের অন্তর্ভূক্ত]