কে পড়ে কার বই?
চারিদিকে লেখালিখি -
লেখকের হই চই!

প্রতিদিন লেখা হয় কতো শত কবিতা।
প্রকাশিত হয়ে থাকে বইয়ের পাতায়-
পাঠকের অগোচরে থেকে যায় সবিইতা!

বলুনতো কি হবে এতো লেখা-লিখিতে?
কেউ যদি না পড়ে মনোযোগ সহকারে-
আসল কথা হলো প'ড়ে হবে শিখিতে।

লেখা হয় কতো গান সব কি প্রকাশ হয়?
লেখকের ডায়রীতে কতো যুগ লেখা থাকে-
সময়ের ব্যবধানে সে গান কথা কয়!

বই আর বই শুধু লেখকের ছড়াছড়ি;
প্রতি নিমেষে হয় কতো লেখা সৃষ্টি-
কতো লেখা লেখকের ঘরে যায় গড়াগড়ি!

তবু মনের আনন্দে লেখকেরা লিখে যায়;
নামী-দামী হবে সে মনে থাকে কতো আশা-
কেউবা ভবিষ্যতে কাঙ্খিত ফল পায়!

লেখকের কলম তো কখনই থামে না!
আপন মনে শুধু লিখে যায় রাতদিন-
কিছু পাওয়ার আশায় এ পথে সে নামে না।

তাং-১৮/০৫/২০২৪