সুখের পিছনে মরিচিকার মতো
ছুটে চলি দূর্বার;
ধন-সম্পদ, অট্টালিকার মাঝে
সুখ খুঁজি বার বার।

চারিদিকে যখন দৌলতে ভরা
অগাধ অর্থ-বিত্ত;
তবুও নিমেষ একটু যে সুখ
খুঁজে পেলো না চিত্ত!

সুখের জন্য কতো হাহুতাশ
দু:খের নেই অন্ত;
ভেবেছি অভাবে নেই কোনো সুখ
মন সদা ভারাক্রান্ত!

ভাবি শুধু মনে-সবাই যে সুখি
আমি একা দুখি ভবে;
বিধাতারে ডেকে প্রার্থনা জানাই
সুখ দিবে তুমি কবে?

অনেক খেটেছি সুখ পাবো বলে
জমিয়েছি টাকা-কাঁড়ি;
ক'রেছি কতো সুখের আয়োজন
বিলাস বহুল বাড়ি।

দামি দামি যতো বাসন-কোষন
খাট, পালং বেশ-বাস;
গড়েছি সুখের আবাসভূমি
জিগজাগ চারিপাশ!

ভাবি আমি বুঝি-সব সুখ পাবো
আনন্দ সাগরে ভাসি;
তবুও সেথায় আসে নাতো ঘুম
ডিপ্রেশনে কাটে নিশি!

তবে কি সুখের আয়োজন বৃথা?
সুখ ব'লে কিছু নাই?
যে কাজের মাঝে যতোক্ষণ থাকি
তখনই সুখ পাই।
তাং--০১/০৭/১৮