জীবনের পথগুলো আজ
ভুলে গেছি পাথর আঘাতে!
অজস্র পঙক্তিমালায়, শব্দ নক্ষত্রে
আজো গাঁথি তার মালা।
হাজার প্রজাপতির মতো কখন যে
ইচ্ছেগুলো ডানামেলে -
অনুসন্ধানী ডুবুরির মতো খুঁজেছিল;
জীবন সমুদ্রের গভীরে
মণি-মুক্তা-হেম।
হাজার চেতনা হ'য়ে মূখর করেছিল ;
বসন্ত কোকিলের মতো
কুহু কুহূ ভালবাসার সুর তুলে;
জীবন বৃক্ষের শাখা-প্রশাখা।
সে অতীত আজো নাড়া দেয়-
জীবন স্মৃতির ক্যানভাসে আঁকা;
অপ্রকাশিত অ্যালবামের ছবি হ'য়ে!
জীবনের পথ ভুলে আজ
জানিনে কোন পথে চলি।
বাসনার মহারথে চলতে চলতে-
বেদনার আকাশ থেকে সব মেঘ
জীবনের আকাশ থেকে কখন যে-
বৃষ্টি হ'য়ে ঝরে গেছে!
সেই স্বপ্নরা আজো উঁকি দেয়-
ফুটন্ত পূষ্পের মতো;
জীবনের প্রতিচ্ছবি হ'য়ে
জীবনের আঙিনায়!
তাং- ২৯/০৬/১৯
[ কাব্যগ্রন্থ- বিস্ময় জন্ম আমার ]