কিছু লোক ফাঁকা ঢোল পিটিয়ে যে যায়,
বন্ধ্যা বৃক্ষ শুধু চেহারা দেখায়!
জ্ঞানী-গুণী চুপিচুপি করে যায় কাজ,
বাইরে মাকাল ফলের দেখো কত সাজ!
গলাবাজি করে দেখো তলা নেই যার,
মূর্খ দেখায় কত ক্ষমতার বাহার।
কেউ ভাবে তারা বড় বুদ্ধির ঢেঁকি,
আসল বুদ্ধিতে হয়ে আছে মেকি।
বাইরে দেখায় কত শক্তি যে তার,
ভেতরে দুর্বল মন কাঁদে বার বার!
বাইরেতে ফিটফাট যেন বড়লোক,
শকুনের মতো থাকে ভাগাড়েতে চোখ!
অন্যায় কাজ করে কথা বলে বড়ো,
সত্যের কাছে হয় ভীত- জড়ো-সড়ো!
আদর্শ -নীতি যার নেই কোনো কাজে,
নীতির বুলি ছোড়ে সে-ই সব কাজে।
লম্পট, বেহায়া যত চরিত্রের অধিকারী
ধর্মের অগ্রভাগে তারা ধর্মের পূজারী।
কি বাহারি সেলুকাস ভন্ডামি মানুষের,
কপটচারিতা এখন ভূষণ জীবনের।
কত নাম ডাক আর-কত মান সম্মান,
মলিন মোড়কে মোড়া জীবনের অভিধান!
তাং-৩০/১০/২০২২