হঠাৎ ক'রে হ'তে চাও যদি
         গাড়ি-বাড়ির মালিক ;
কেমন ক'রে হবে রে ভাই?
         জানবে না কোনো শালিক।

ব্যবসা হ'লো মাদক ব্যবসা
          সমাজ নষ্টের কাজ;
দেশটা যদি গোল্লায় যায়
          কারবা তাতে লাজ?

কতো গৌরব বাড়ে নিজের
          বিলাস-বহুল ফ্যাসান;
নেশায় ফেলে যুব সমাজ
           করে তারা প্রেশান।

ব্যবসা হ'লো ভীষণ লাভের
          অর্থ আসে কাঁচা ;
ধরা পড়লে কপালে তখন
          জোটে শ্রীঘর খাঁচা।

নষ্ট হ'য়ে বাঁচার চেয়ে
         মরা অনেক ভাল ;
তাহলে আর জাতির গায়ে
         লাগবেনা নেশার কালো।

তাং-- ২১/০৫/১৮