আমাকে জানতে যদি সাধ হয়।
একদিন চ'লে এসো,
মেঠো পথ বেয়ে--
আমি নিরন্তর বসে রবো;
পথ চেয়ে ঘরের দাওয়ায়।
এখানে শরতের শিউলি ফোটার ধুম;
মন মাতানো গন্ধের সমারোহ,
প্রজাপতির ওড়া উড়ি--
ভোমরের গুন গুন সুর;
অহর্নিশি কেড়ে নেয় চোখের ঘুম।
এখানে কাশফুলের শুভ্র দুপুর।
সদ্য কিশোরী আমনের ক্ষেত
উত্তরী হাওয়ায় দোল খায়।
রক্তজবা, শীষজবা আর
বকফুল ফোটে সারা বাড়ি ভরপুর।
এখানে পাকা পেয়ারার নীরব সুবাস।
সুড়সুড়ি দেয় নাসা রন্ধ্রে;
আমলকি গাছে পিঁপড়ারা--
সারি বেঁধে ওঠা-নামা করে;
সারাদিন জলকেলি করে রাজহাঁস।
এখানে শাপলা আর পদ্মফোটা বিলে।
নৌকায় ভেসে ভেসে দু'জন ;
তোমায় নিয়ে করব ঘোরাঘুরি
দেখব মাছরাঙাদের ওড়া- উড়ি--
কিভাবে মাছ ধরে উড়ন্ত চিলে!
আমাকে জানতে যদি সাধ হয়।
স্বপ্নগুলো চোখের পাতায় রেখে;
মনের খাতায় ভালবাসার ছবি এঁকে ;
একদিন বেরিয়ে পড়ো নিরুদ্দেশে --
চলে এসো আমার ঠিকানায়।
তাং- ২২/০৯/১৮
[ কাব্যগ্রন্থ-ফাগুনে আগুন জ্বলে ]