ব্যর্থতার ধ্বংসস্তূপে বসে
জীবনের ফুলশয্যা সাজাই।
ভুলের প্রাচীর ভেঙে গড়ে তুলি
ইচ্ছার সু-উঁচ্চ সৌধমালা!
আয়েশের উপকরণে সাজাই-
স্বল্পায়তনিক জীবনের অবকাঠামো।
প্রশান্তির অন্ধকারে বসে জ্বালাই
আলোহীন পাষাণ গুহায় সত্যের আলো।
হায়রে! কি সুখের মোহ।
অনিয়মের স্বর্গপুরীতে বসে বসে-
পৃথিবীর রাজা হওয়ার ব্যর্থ প্রয়াস!
জীবন নাট্যের দৃশ্যের কি অবতারণা!
মহা শূন্যতার মাঝে অসীমের প্রত্যাশা।
যেন অমরাবতী-নন্দন কাননে-
ফুলফোটাবার কি দারুণ শখ।
অথচ জীবন ক্ষণিকের বালির বাঁধ!
হঠাৎ একটি ভূমিকম্প হ'লে
জীবনের সকল স্বপ্ন শেষ!
তাং-১৮/০৯/২৩