[ শৈশব ও কৈশোরের কবিতা-পাঁচ ]
      হরতাল
    -অসিত কুমার মন্ডল

ধ্বনিছে এক কুটাভাস, ধ্বনিছে এক কুটাভাস,
বিবর্তনের নবীন তানের বহিছে তীব্র উচ্ছাস!

ওরে উচ্ছল, বাঙালির দল, চালা হরতাল!
এবারের সংগ্রাম-বাঁচা নয় অবাচাঁর-
দুর্নীতির শৃঙ্খলা রোধ নয় রসাতল!

বিকৃত বিধানের করবই সম্পাত;
ওরে অদম্য বাঙালি চালা সবে উৎপাত!

জাগো যতো বিদ্রোহী অগণিত পালোয়ান;
দিকে দিকে  শুরু হোক বিপ্লব-
চালাও অবিরত মিছিলের অভিযান!

শোষকের হাতিয়ার-শোষণের গর্জন;
থেমে যাক চিরতরে অনিয়ম-অর্জন!

বাজাও ডঙ্কা-নিনাদের ঝাঁঝাল ঝনঝনানী;
দুষ্কৃতি-দুরাচার-ব্যাভিচার ধ্বংসের-
ধর অসি দুর্মর অগণিত সেনানী!

জ্বেলে দাও লেলিহান বিক্ষোভ-বহ্নি!
জাগুক চারিদিকে অশুভ শন্যি!

বয়ে যাক অবিরাম চঞ্চল-কোলাহল;
মুক্তি-বীণার তারে, উঠুক ঝংকারে-
অগণিত মানবের সংঘর্ষের হলাহল!

ঘুচে যাক বিদ্বেষ প্রলয় সংঘাতে!
টুটে যাক ভেদাভেদ জীবন ফরাকাতে!
জৈষ্ঠ্য-১৩৯৫ বঙ্গাব্দ।

[ কাব্যগ্রন্থ- শৈশব ও কৈশোরের কবিতা-এর অন্তর্ভূক্ত]

[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক  সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে  কমেন্টে জানাবেন। বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]