অযোগ্য লোক চারিদিকে যখন দখল করে চেয়ার;
তখন ওরা যোগ্য লোকদের করে না কোনো কেয়ার!
অযোগ্য লোকেরা যখনি পায় জীবনের সফলতা;
ওদের দাপট চলে তখন সবখানে যথা-তথা।
অযোগ্য লোকেরা যখনি পায় ভাল পথের সন্ধান;
নিজেদের ভাবে বড়ো জ্ঞানী ওরা জগতে তারা মহান।
অযোগ্য লোকেরা একবার যদি হয় কোনো দলপতি;
সকল খানে দেখায় ক্ষমতা যেন তারা মহারথি।
অযোগ্য লোকেরা একবার যদি পায় কোনো বড়ো পদ;
ভাব দেয় তারা বড়ো ভম্বোল-আচরণে গদ গদ।
অযোগ্য লোকেরা কোথাও কভু হয় যদি বড়ো নেতা;
যোগ্যের সাথে দেখায় ক্ষমতা রোখে তারে বলো কে-তা!
২২/১১/২০২২