লেখা-পড়ায় লটাং ফটাং
        গোমড়া পাড়ার সমাজপতি;
সকল সময় সকল কাজে
        পাদুকা তার মদন চটি!

জ্ঞানে ভীষণ গোবর গণেশ
        পেটে ধর্মের বিদ্যে নাথিং;
সবার কাছে ধর্ম ছাঁদেন
       পাড়ার লোকের কাছে তাথিং।

নিজের নামটা সই করতে
       কলম নাচে তড়াং তড়াং ;
বিচার-শালিস করতে গিয়ে
       আইন তার ভড়াং ভড়াং।

শাল্টু মারেন গাঁয়ের ভিতর
       মোড়ল সেজে সবার মাঝে;
দল পাকিয়ে পাড়ার লোকের
      বাঁশটি ঢোকান সকল কাজে।

ব্যাঙ মশাই সমাজপতি
      কূয়োর ভিতর লাফায় সে-যে;
শিয়াল হ'য়ে গর্তের ভেতর
      হক্কা হক্কায় থাকে মজে!

বোধের গোড়ায় মরিচা ধরা
        ফটকে মশাই সমাজপতি;
এদের জন্যে বাঙালি জাতির
       দিনে দিনে আজ অধ:গতি!

তাং--২৭/০৬/১৮