ধর্ম মদে মাতাল হ'লেই
       ধার্মিক তারে কয় না ;
অসত্য আর মিথ্যার পথে
        ধর্মের কাজ হয় না।

ধর্ম হ'লো সত্যের-ন্যায়ের
         ধর্ম হ'লো আদর্শের ;
ধর্ম নয় বিলাস-কুঞ্জের
         মিথ্যাবাদী ভন্ডদের!

ভোগ-লালসা পাবার আশা
         কোনো ধর্মে নেই স্থান ;
ধর্ম হ'লো ত্যাগের বিষয়
        আগে জানো সেই জ্ঞান।

বাঁচা-বাড়ার সঠিক নিয়ম
        তার জন্যে সব ধর্ম ;
ধর্ম মেনেই করে সবাই
        জীবন-যাপন কর্ম।

ধর্ম হ'লো ইহকাল আর
          পরকালের দরজা ;
ভাল কাজ করলে তাদের
         মাপ হবে সব সাজা।
তাং-- ২৪/০১/১৮