ইচ্ছে  করে ফুলের  মতো
ফুটে উঠি গাছে,
ভোমর হ'য়ে  গুন গুনিয়ে
যাই  সবার কাছে।

ইচ্ছে  করে তারা হ'য়ে
ওই আকাশে  থাকি,
পাখির  মতো কিচির-মিচির
করি ডাকা ডাকি।

ইচ্ছে  করে পাহাড়  সম
অনেক উঁচু হই,
চাঁদের মতো রাতের বেলা
দূর- আকাশে  রই।

ইচ্ছে  করে পাখির  মতো
ডানা মেলে উড়ি,
লাটাই  হাতে  ভর দুপুরে
উড়াই  শুধু ঘুড়ি।

ইচ্ছে  করে সূর্য  হ'য়ে
ওই  আকাশে  উঠি,
বাতাস হ'য়ে  দ্রুত বেগে
বিশ্ব জুড়ে ছুটি।

ইচ্ছে  করে অনেক কিছু
হয় কি পূরণ তা কি?
তবু ইচ্ছে  করাই  জীব
ইচ্ছা  নিয়েই থাকি।

শিশু-কিশোর ছড়া-কবিতা গ্রন্থ -"ফুলের রঙে উঠব রেঙে"- এর অন্তর্ভুক্ত।