যদি আসতে চাও
এই বৈশাখে এসো;
যদি ভালোবাসতে চাও
এই বৈশাখে বেসো।

যদি মন দিতে চাও
এই বৈশাখে দিও;
যদি মন নিতে চাও
এই বৈশাখে নিয়ো।

অভিলাষ যদি জাগে মনে
বৈশাখে করো আশা;
নতুন হ’য়ে থাক চিরকাল
পুরাতন ভালবাসা।

অতীত যদি মুছতে চাও
বৈশাখে দাও মুছে;
পুরাতনের সকল বাধা
মন থেকে যাক ঘুচে।

নতুন আলোয় আসতে চাও
এই বৈশাখে এসো;
চির-নতুন হ’য়ে আবার
নতুন কে ভালোবেসো।

নতুন ঘর বাঁধতে চাও
বাঁধো এই বৈশাখে।
নতুন স্বপ্ন ফুলের মতো
ফোটাক জীবনটাকে!

(এই বৈশাখ এসো -বৈশাখ কাব্যগ্রন্থ থেকে। প্রকাশিত একুশে গ্রন্থমেলা-২০২০। বইটি সংগ্রহ করুন। রকমারি ডট কম অথবা বই ফেরী থেকে।)