দুঃখের পদাবলী গাইতে গাইতে
-অসিত কুমার মন্ডল
দুঃখের পদাবলী গাইতে গাইতে
সুখের অভিলাষ হারিয়ে গেছে কতো আগে।
হৃদয়ে এখন উতপ্ত-মরুভূমি-চৈতি-দুপুর
জ্যোৎস্নাতিয়াসী মন, নিশীথ-শরৎ জাগে।
ভালবাসার বাগানে এখন অন্ধকার নামে;
নীলগগনে ডুবে যায় চাঁদ ধোঁয়াশা মেঘে-
সত্যরা বন্দী এখন অমাবশ্যার নীলখামে।
সাত-সমুদ্র, তেরনদীর ওপারে স্বপ্নরা কাঁদে!
হতাশায় নিরাশার জালবোনে দুঃস্বপ্নের ফাঁদে!
[[কবিতাটি-বিধ্বস্ত জীবন-কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত]]
[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে - হোয়াটসআপঃ ০১৭২০-২৯৬৩৬৮ নম্বরে যোগাযোগ করুন। বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]