ছুঁচো যখন মানুষের রূপ
এই জগতে পায়;
মানুষ হ'লে কি গায়ের থেকে
ছুঁচোর গন্ধ যায়?

চারিদিকে আজ দেখছি সবি
ছুঁচোর কান্ড যতো;
মানুষ নামের ছুঁচো গুলোয়
করছে সমাজ ক্ষত!

মানুষ হয়েও আজকে যারা
ছুঁচোর মতো চলছে;
ওদের নষ্ট বোধের আগুনে
সমাজটা আজ জ্বলছে!

ছুঁচোর কীর্তন করছে দেখো
মানুষ নামের ছুঁচো!
ওরাই সেজেছে সকলখানে
সমাজের বড়ো পুঁচো!

সবাইকে তাই বলছি এসো
ছুঁচোগুলো সব ধরি;
হ্যামোলিনের বাঁশি বাজিয়েই
সাগরে নিক্ষেপ করি!

তাং-২৪/০৬/১৯