[শৈশব ও কৈশোরের কবিতা-বার]
চল ওরে সবল
-অসিত কুমার মন্ডল
চল ওরে চল, বাহুতে নিয়ে বল,
চল ওরে সবল।
সকল ত্রাস, কর রে গ্রাস,
চলার পথের বাধা-সন্ত্রাস!
চল রে এগিয়ে চল।
চল ওরে সবল!
ওরে হতভম্বের দল, চল ছুটে প্রবল,
ভাঙ ভণ্ডদেরই ছল!
যাদের বিষে জমেছে বিশ্বে,
বিষাক্ত গরল সবার শীর্ষে
ধ্বংসা ওদের খল!
চল ওরে সবল।
ওরে রক্তক্ষয়ীর দল, কর রে অসির তল,
যেথায় পিশাচ দল!
ফণী হ’য়ে ভেকের ভয়ে,
থাকিস কেন বিবরে শুয়ে?
ফণা তুলে চল!
চল ওরে সবল।
চল ওরে অচল, ওরে ভীরুর দল,
বক্ষে নিয়ে বল।
ওরে ভণ্ডদের ওই ধর্মচুড়া,
ভেঙে ফেলে কর রে গুঁড়া!
ওরে জ্যান্তে মরার দল!
চল ওরে সবল।
ওরে ভয় কাতুরের দল! শঙ্কা কিসের বল?
সামনে এগিয়ে চল।
ওরে সংকীর্ণ রাশি দিয়ে ফাঁসি,
রক্ত-জলে ওঠ এবার ভাসি!
ওরে পিছু হঠার দল।
চল ওরে সবল।
চৈত্র-১৩৯৪ বঙ্গাব্দ।
[কবিতাটি-শৈশব ও কৈশোরের কবিতা-গ্রন্থের অন্তর্ভূক্ত]