এ বিজয় অনন্তকাল রবে স্বাধীন এই বাংলার বুকে।
এ বিজয় কে কেউ কখনো পারবে না দিতে রুখে!
ত্রিশলক্ষ জীবন দিয়ে রক্ত দিয়ে অর্জিত যে দিন;
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তা থাকবে অমলিন!
মায়ের ইজ্জত, মায়ের সম্ভ্রম-বৃথা যাবে না কভু;
যতোবার আসবে হায়েনা ওদের প্রতিহত করব তবু!

বার বার রক্ত গঙ্গায় প্রয়োজন হলে দেবো ঝাঁপ,
উদ্ধত হস্তে ধরব খড়্গ-নিধন করব কাল সাপ!
এই বাংলায় চলবে না কভু কোনো খেলা ছিনিমিনি;
বিজয় আনন্দে নতুন প্রজন্ম উল্লসিত হবে চিরদিনই!

যে নারী হারিয়েছে স্বামী, যে ভাই হারিয়েছে বোন,
যে পিতা পুত্র শোকে চোখের জলে আজো করে ক্রন্দন!
যে মাতা পথ চেয়ে আজো বসে ছেলের প্রতীক্ষায়,
সেই ছেলে কি ফিরবে ঘরে কখনো এই বাংলায়?

যে সন্তানেরা আজো খোঁজে তার নিখোঁজ পিতার লাশ!
বিজয় দিবসে নীবরে বসে চোখের জলে করে হাহুতাশ!
যে ছেলে মা মা বলে আজো-করে শুধু চিৎকার!
মা-কি তার আসবে ফিরে? তার কাছে কভু আর?
লক্ষ লক্ষ পিতৃ-মাতৃহারা সন্তান, কতো ভাই-বোন,
প্রতি বিজয় দিবসে তারা করে যায় অশ্রু বিসর্জন!
কে দেবে শান্তনা? কে দেবে জবাব-এ সব প্রশ্নের?
ওরাতো দেখেনি সেই বিভৎস কাহিনী একাত্তরের!

তাং-১৬/১২/২০২৪
[ কবিতাটি-রক্তসূর্য -কাব্য গ্রন্থের  অন্তর্ভূক্ত।]


Victory will remain forever

This victory will remain forever in the heart of this independent Bengal.
No one can ever stop this victory!
The day that was earned with the blood of three million lives;
It will remain indelibly written in golden letters on the pages of history!
The honor of a mother, the dignity of a mother - never goes in vain;
No matter how many times hyenas come, I will still resist them!

If necessary, I will jump into the Ganges of blood again and again,
I will hold the sword in my proud hand - I will kill the black snake!
No one will play any game of scheming in this Bengal;
The new generation will rejoice in the joy of victory forever!

The woman who has lost her husband, the brother who has lost her sister,
The father who still cries with tears of grief for his son!
The mother who still sits and looks for the way out for her son Waiting,
Will that boy ever return home to Bengal?

The children who are still searching for the body of their missing father!
On Victory Day, they sit silently and cry with tears in their eyes!
The boy who calls mother, mother, and still screams!
Will his mother come back? Who else will he have?
millions of fatherless children, how many brothers and sisters,
Every Victory Day, they shed tears!
Who will comfort them? Who will answer all these questions?
They haven't seen the horrible story of 1971!
Date: -16/12/2024

[The poem is included in the poetry collection- Raktasurya’.]