বিজয় আসে
ধূসর ক্ষেতে সোনার ধানের শীষে;
বিজয় আসে  
রক্ত-রঙিন সবুজ ঘাসে মিশে!

বিজয় আসে
হিম কূয়াশার চাদড় মুড়ি দিয়ে,
বিজয় আসে
শীতল হাওয়ায় শীতের কাঁপন নিয়ে!

বিজয় আসে
গানের সুরে উল্লাস-মূখর হ'য়ে ;
বিজয় আসে
একাত্তরের শোকের ছায়া ব'য়ে!

বিজয় আসে
হারিয়ে যাওয়া স্মৃতি স্মরণ করে;
বিজয় আসে
মৃত-শবের লাশের পথটি ধ'রে!

বিজয় আসে
ভাই হারানোর ব্যথা জাগে বুকে!
বিজয় আসে
মায়ের চোখের অশ্রু ঝরে দুখে!

তাং-১৫/১২/১৯