★★বাঙালির জয় ★★
     -অসিত কুমার মন্ডল

টগ্ বগ্ টগ্ বগ্
             রক্ত ফুটছে,
হায়েনারা আজো যেন
               হত্যায় ছুটছে !

গোলা-গুলি দম্ দম্
                  হুড়ুম হুড়ুম,
বাঙালিদের মারছে
                   দুড়ুম দুড়ুম !

রাইফেল বেয়োনেট
               গ্রেনেড-মর্টার ;
বাদলের ধারা সম
                পড়ছে বিস্তর !

ওরা কোন শয়তান
                পাষাণ-নির্দয় ;
এদের কি নেই কোন
                গজবের ভয়?

কেড়ে নিলো তাজা প্রাণ
                   করল অন্যায় ;
কতো লোক ভেসে গেল
                    রক্তের বন্যায় !

এ যে কোন অপরাধী
                নিঠুর মানব ;
দয়া-মায়া নেই কিছু
                মাটিটার লোভ !

তবু ওরা পারল না
                রুখতে বিজয় ;
অবশেষে হ'লো সেই
                বাঙালির জয় !!
       তাং-- ০৬/১২/১৭

আমাদের বিজয়
   -অসিত কুমার মন্ডল

রক্ত আমার বুকের মাঝে
                  রক্ত আমার চোখে ;
একাত্তরে মরল যারা
                    স্বাধীন স্বদেশ রেখে !

সহজ- সরল বাঙালিকে
                  মারল পাকি ভূত ;
ঘৃণায় সারা বিশ্ব-জাহান
                    দিলো ওদের থুৎ !

সাতকোটি সেই বাঙালিকে
                  গোলাম করতে গিয়ে ;
অস্ত্রহাতে ঝাঁপিয়ে পড়ল
                   গোলা-বারুদ নিয়ে!

নারী-পুরুষ ত্রিশলক্ষ
                    মানুষ ওরা মারল ;
তবু মোদের বিজয়টাকি
                     ছিনিয়ে নিতে পারল ??

              তাং-- ০৬/১২/১৭