বাহিরের গঠন অবয়ব সবই ঠিক থাকে।
ভিতরে যখন নষ্ট কীটেরা বাসা বাঁধে-
স্বভাবের রাজ্য তখন আমূল পাল্টে যায়!
নৈতিকতার বেড়াজাল হয়ে যায় ছিন্ন-ভিন্ন!
সততার দেয়াল যখন ভেঙে তছনছ -
দু:শ্চরিত্র সময়ের করতলে সমর্পিত হয় জীবন।
সকলেই যখন মুখোশের আড়ালে অভিনয় ক'রে যায়;
অনৈতিকতার স্রোতে যখন হাবুডুবু খায় সমাজ।
তখন একজন লেখকের নৈতিকতাও পাল্টে যায়!
একজন লেখক হ' য়ে আরেক জন লেখকের -
সম্মানিটাও আত্মসাৎ করে নিলর্জ্জ ভাবে!
বিবেকে যখন নষ্টকীটেরা অশুভ চেতনায় নড়ে ওঠে;
নিজের ঈমান হারিয়ে লেখকও হয়ে যায় বেইমান!
সভ্যতার মুখোশ ছিঁড়ে হয়ে ওঠে অসত্যের কারিগর!
একজন লেখকের জীবনব্রত যখন ন্যায়-নিষ্ঠতায় আবদ্ধ-
তখন নৈতিক স্খলন জীবনবোধ কে করে কালিমাময়!
মিথ্যার বেসাতিতে সেও তখন ভিড়ে যায়-
ছলনাকারি ভণ্ড-বিড়ালতপস্বীদের দলে!
সে সমাজে সত্যের উপাসনা হবে কি কখনো?
তাং-০৬/০৯//২০২৩
[কবিতাটি-‘বিস্ময় জন্ম আমার’-কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত]