আমার ভেতরে তুমি
আর তোমার ভেতরে আমি;
তোমার চোখের চোখের ভেতরে
আমার নয়ন চুমি।

আমার মনে তুমি
আর তোমার মনে আমি;
তোমার মনের-মনের ভেতরে
আমার প্রেমের ভূমি!

তোমার পথে আমি
আর আমার পথে তুমি;
এসো দু’জন একই সাথে
এক পথেতে নামি।

তোমার চেতনায় আমি
আর আমার চেতনায় তুমি;
দুই চেতনা এক মোহনায়
না যায় যেন থামি।

ফুলের ভিতরে মধু
আর মধুর বাহিরে ফুল;
এই জীবনে বেশি চাওয়া
সব মানুষের ভুল!
তাং-০৩/১২/১৭

[কাব্যগ্রন্থ-ফাগুনে আগুন জ্বলে]