বেঁচে যদি থাকি ভবে
(মহামারী করোনা ভাইরাসের নৃশংসতায়)
--অসিত কুমার মন্ডল

হঠাৎ ক'রে ছন্দ পতন সবকিছু হলো বন্ধ;
থেমে গেল সব কলরব থামল যে আনন্দ!
আতংক আর সংকটে বিশ্ববাসি বন্দী;
কোয়ারেন্টাইনে করছে সবাই বেঁচে থাকার সন্ধি।
প্রতি নিমেষে মরছে মানুষ জীবনের গ্রান্টি নেই;
মরনঘাতি দূর্যোগ চলছে পৃথিবীর সব দেশেই!
কোত্থেকে এক উটকো ভাইরাস এসে দিলো হানা;
তার আঘাতে মানব জীবন হচ্ছে খানা খানা!
চারিদিকে আজ হায়! হায়! রব করবে কি মানুষ?
তবু মানুষের হচ্ছে না জ্ঞান রয়েছে বেহুঁশ!
প্রতিহিংসা, স্বার্থপরতা, শয়তানির কবলে;
হাবুডুবু খাচ্ছে মানুষ প্রতি পলে পলে।
সাবধানতা, পবিত্রতা নেই মানুষের মাঝে ;
বুঝেও তারা বুঝতে চায়না স্বেচ্ছাচারী সব কাজে।
ইটালি, আমেরিকা, চীন, ফ্রান্সে মহামারী রূপে;
কতো মানুষ যাচ্ছে মরে নীরবে চুপে চুপে!
তবু মানুষের হচ্ছে না-যে কোনো বোধোদয় ;
করোনা ভাইরাসের কাছে মানছি পরাজয়!
যে রোগের নেই কোনো ওষুধ কেমনে সারবে বলো?
বাঁচতে যদি চাও সকলে সাবধান হয়ে চলো।
মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডায় ধর্ম এখন রেখে;
জীবনটাকে বাঁচিয়ে নাও করোনা ভাইরাস থেকে।
যার ধর্ম সেই গৃহে করো ধর্ম পথে থাকো;
বিশ্বাস যদি তার উপরে বিপদে তারে ডাকো!
জন সমাবেশ, মিছিল, মিটিং সবকিছু দাও বাদ;
জীবনে না বাঁচলে তবে সব হবে বরবাদ।
আগে জীবন তার পরেতো জীবনের সকল আশা;
জীবন যদি না থাকে তবে কি হবে ভালবাসা?
যেখানে সারা বিশ্ববাসি আকুল হ'য়ে কাঁদছে!
স্রষ্টার পথে ব্যাকুল হয়ে চোখের জলে ভাসছে!
গুমরে গুমরে কাঁদছে আজ পৃথিবীর সব লোক;
শিশু, বৃদ্ধ, নারী,পুরুষ সবার বুকে শোক!
হায় আল্লা! হায় খোদা!  হায় ভগবান!
এ বিপদে তুমি কান্ডারি, তুমি যে মহান।
তুমি সৃষ্টির সৃষ্টিকর্তা সৃষ্টি রক্ষা করো;
অশুভকে বিনাশ ক'রে শুভকে পালন করো।
এমনি ভাবে প্রতিনিয়ত কতো চোখের জল;
আকুতি হ'য়ে গড়িয়ে পড়ছে দু:খে অবিরল!
অসহায় আজ মানব জীবন অসহায় বিশ্ববাসি;
সবার মুখে মলিন চিহ্ন কারো মুখে নেই হাসি!
একের বিপদে অন্যজনে কেউ রবে না পাশে;
স্বজন হয়েও দূরে দূরে থাকবে অন্যপাশে!
নিজের ছেলে, নিজের মেয়ে নিজের পিতা, মাতা;
সম্পর্কহীন দেয়াল দিয়ে ভিন্ন আসন পাতা।
এটাই হলো ছোঁয়াচে রোগের নির্মম পরিহাস!
অতীতের কাছে ফিরে গেলে পাবে খুঁজে তার ইতিহাস।
পক্স, ম্যালেরিয়া, কলেরা, বার্ড-ফ্লু, প্লেগ রোগ;
দুনিয়া হ'তে কতো জীবন করেছে বিয়োগ!
তার ইতিহাস পৃথিবী হ'তে আজো মুছে যায়নি;
পৃথিবী আছে কিন্তু সে অমূল্য জীবন ফিরে পায়নি।
হায়রে জীবন! শ্রেষ্ঠ জীবন মানুষের যদি হয়;
প্রকৃতির কাছে তবুও মোরা মেনে যাই পরাজয়!
আজ আছি কাল নেই বেঁচে যদি থাকি ভবে;
ওহে মানুষ! সকলের সাথে আবারও দেখা হবে!!

তাং-০২/০৪/২০ খ্রি:

[[কবিতাটি-‘করোনা কীর্তন’-কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।]]