রাস্তা জুড়ে বাঘ মামারা
দিয়েছেন বেরিকেড;
সব চলাচল বন্ধ এখন
চলছে এলার্ড রেড!

তোমরা চলো রাস্তা দিয়ে
টয়টা পাঁজেরো চেপে;
আমরা ঘুরি এ অরণ্যে
পায়ের জোরেই ঝেঁপে।

তোমরা ঘোরো শহর জুড়ে
আমরা থাকি এ বনে;
তোমরা দেখি চলছো শুধু
দিন-রাত্রি সারাক্ষণে।

মোদের বনের রাস্তা দিয়ে
তোমরা চলো কেন?
আজ  ডেকেছি হরতাল তাই
ভয় পেয়ো না যেন!

তাং-১০/১১/২০১৯

[ আফ্রিকার অভয়ারণ্যে বাঘদের রাস্তায় বেরিকেড দিয়ে যান-বাহন চলাচল বন্ধের দৃশ্য দেখে]