সে দিন ফেরেশতা
জিবরাইল কে বলল ডেকে ;
আমাদের জান্নাতে
অভিশপ্ত হায়েনারা এলো কোথা থেকে ?
জিবরাইল ফেরেশতাকে কয়
জানি না হুজুর,
শুধু জানি ওরা ষড়যন্ত্রকারী--
দুনিয়ার মাটিতে ওদের ঘাঁটি হয়।
ওরা বড় বেইমান!
বিনা অপরাধে-- নির্বিচারে
ত্রিশলক্ষ বাঙালিকে ওরা --
অন্যায় ভাবে ক'রেছে কোরবান!
মায়ের জঠরের শিশু
মেরেছে ওরা বেয়োনেট দিয়ে ;
আহারের থালে দিয়েছে বিষ্ঠা ;
হুজুর ওরা দুনিয়ার বড় নরপশু !
করেছে মানবতার অপমান !
মায়ের সম্মুখে মেয়ের সম্ভ্রম
স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত --
লুটেছে এ সব দোজখের শয়তান !
ফেরেশতা বলে জিবরাইল,
আমার সম্মুখ হ'তে করো দূর--
এ সব নিমকহারাম অসুর
এক্ষুণি ডাকো অগ্নি আজরাইল !
জাহান্নামের আগুনে ওদের
এখনি করো নিক্ষেপ ।
আবার জনম লভি পাঠিয়ে দাও
দুনিয়ায় গিয়ে এ কাজ করুক ফের ।
তাইতো পৃথিবীর চারিদিকে আজ।
উহাদের বংশ বংশধরেরা---
জাহান্নামের অভিশাপ নিয়ে বুকে
করছে বারং বার সেই কাজ।
তাং-- ০২/১২/১৭
[ ‘অভিশপ্ত হায়েনা’-কাব্যগ্রন্থ-‘রক্তসূর্য’ অন্তর্ভূক্ত।]