অতিথি পাখি
-অসিত কুমার মন্ডল

শীতের পাখি দু’দিনের জন্য আসে
বাসা বাঁধে গাছের পাতার ফাঁকে;
সময় ফুরিয়ে গেলে আবার চলে যায়
পিছনের কথা আর কি মনে রাখে?

আমরা মানুষ দু’দিনের জন্য অতিথি
পৃথিবীর এই রঙ্গমঞ্চের অধিবাসি;
কর্মযজ্ঞে এ জীবন নিবেদন করি
কতো আনন্দে-আনন্দ যজ্ঞে ভাসি!

কতো আপন ভাবি মানুষ সবাই
যেন কতো সহস্র বছরের মাখামাখি;
কেউ ভাবি না ক’দিন জীবন রবে
বাসনার জালে নিজেকে বেঁধে রাখি!

অল্প দিনের এই পান্থশালায় কতো সাধ
আহ্লাদ করি আশায় গড়ি সুখের আবাস;
দিনে দিনে যখন ফুরিয়ে আসে সময়
পাই যেন আমরা বিদায়ের প্রতিভাষ!

অতিথি পাখির মতো যেতে হয় আমাদের
মমতার সব বন্ধন ছিন্ন ক’রে শেষে;
কে কোথায় যাই-কেউ জানি না মোরা
রহস্যময় কোন অজানার সেই দেশে!

কোথায় যাই কোথায় যে শেষ ঠিকানা
জানে না কেউ জানে না কোনো জন;
অথচ যতোদিন বেঁচে থাকি যতোক্ষণ
দেখাই শুধু ক্ষমতার-শ্রেষ্ঠত্বের আস্ফালন।

সব ক্ষমতা একদিন নিভে যায়-অকস্মাৎ
সে কথা কেউ ভাবি না কখনো ভুলে;
পড়ে থাকে সুখের আবাস, মহত্ত্বের গৌরব
ঠাঁই হয় শ্মশানে-কবরে কিংবা নদীর কূলে!

আমরা সবাই অতিথি পাখি এই দুনিয়ায়;
আজ আছি কাল নেই চিরদিন এ ধরায়!
তাং-১০/১২/২০১৭

[ কবিতাটি-কাব্যগ্রন্থ-বিস্ময় জন্ম আমার- এর অন্তর্ভূক্ত]

[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক  সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে  কমেন্টে জানাবেন। বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]