যখন আমি তোমার ধ্যানে
তোমার ভাবনায়-তোমার জ্ঞানে,
কল্পনায় বিভোর হই ---
আমিতে আর আমি না রই।

যখন আমি তোমার চিন্তায়
তোমার স্বপ্ন-ভালবাসায়,
সুর-সাধনায় মগ্ন হই--
আমিতে আর আমি না রই।

যখন আমি করি সাধন
তোমার প্রেমের সাগর বোধন,
প্রেম-পিযুষ পানে মত্ত হই ---
আমিতে আর আমি না রই।

যখন আমি গহন বনে
ঘুরি একা আপন মনে,
ভালবাসার গানে ভুলে রই--
আমিতে আর আমি না রই।

যখন আমি ভোরের বেলায়
শীত সকালে শিউলি তলায়,
ফুল কুড়াতে আকুল হই--
আমিতে আর আমি না রই।

যখন আমি সন্ধ্যাবেলা
বকুল ফুলের গাঁথি মালা,
আপন মনে ব্যস্ত রই --
আমিতে আর আমি না রই।

ভাবি সে দিন আজো আছে
নিদ্রা - বিভোর স্বপ্নের কাছে,
যখন আমি ঘুমে মত্ত রই--
অতীত দিনের সব স্মৃতি প্রাপ্ত হই।

তাং--২৯/১১/১৭

[ ফাগুনে আগুন জ্বলে- কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।]