আমি কেঁদে ফিরি নিশিদিন
-অসিত কুমার মন্ডল
মরিচিকার মতো ঘুরি এ জগৎ ভূমণ্ডলে
কোন আশায় রহিনু প্রভু তোমারি কোলে?
কোনো দিক খুঁজে নাহি পাই আমি
সবি তো জানো তুমি অন্তরযামী।
কেন ব্যর্থ কামনার রশ্মি জালে
জড়াও প্রভু নিরর্থক বিশ্ব-স্বামী?
ফোটাও না সাধনার ফুল-
পদ্মপূষ্প এ হৃদ-কমলে।।
আমিতো করেছি তোমার অভয় কামনা
তুমি কেন অবহেলে? দূরে ঠেলে ফেলে!
করেছো এ জীবনে প্রতিবন্ধক রচনা।
আমি কেঁদে ফিরি নিশিদিন শুধু
এ জীবন তবে কেন মরুভূমি ধুধু।
তোমার অনুগ্রহ পাই না দয়াল-
বঞ্চনার আঘাতে কেঁদে যাই শুধু!
কেন আমার বেদনার ক্ষতে-
অগ্নি-দহন ওঠে জ্ব’লে।।
তাং-১১/০৫/২০২৪
[গীতি কবিতা-গীতিসুধা-ভক্তিমূলক গীত গ্রন্থ থেকে।]