একই ভাতের হাঁড়িতে
-- অসিত কুমার মন্ডল
দিগন্তের শেষ সূর্য
অস্তাচলে ঢলে পড়ে।
দু'হাজার সতের সাল----
সকল হিসেব-নিকেশের
পাঠ চুকিয়ে দিয়ে।
মধ্যরাতের শীতের কূয়াশার
আস্তরণ ভেদ ক'রে---
দু'হাজার আঠার সালের
সিঁড়িতে পা রাখে।
তখন চারিদিকে ফানুস ফাটানো
আর পটকাবাজির কলরব।
পৃথিবীর তাবৎ শহর গুলো যেন
শব্দ নৃত্যে বিভোর।
তখন পাখিদের কোলাহল যেন
নিস্তব্ধ, নীথর, পাথর।
সুখ আনন্দে নর উচ্ছাস---
দুনিয়ার পথে-প্রান্তরে!
কচি-কাঁচা, কিশোর-কিশোরী
তরুণ-তরুণীরা উন্মাদ!
চড়ুইভাতির অভিনব আয়োজন
নববর্ষের নব আনন্দ!
কিন্তু। আমিতো বাঙালি।
বাংলা আমার দেশ ;
বাংলা আমার অস্তিত্বের বন্ধন---
যার শিকড়ে আমার নি:শ্বাস।
তাহলে আমার নতুন বছর
সে-তো পয়লা বৈশাখ।
বাংলায় যার হিসেবের খাতা
যুগ যুগ ধরে চলে।
স্বদেশের বুকে ভিন্নতার স্বাদ
অনুভব করি অন্যরকম।
তবু যেন সে দ্বিতীয় স্ত্রী রূপে
মিশে আছে আবহমানকাল।
দুই সতীনের মতো এক সংসারে
একই ভাতের হাঁড়িতে।
বাংলা সন আর ইংরেজি সাল
চেতনায়, মননে, সংস্কৃতিতে।
তাং-- ০১/০১/১৮
(কবিতাটিঃ কাব্যগ্রন্থ- বিচিত্র সব কবিতা- গ্রন্থের অন্তর্ভূক্ত)
[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে - হোয়াটসআপঃ ০১৭২০-২৯৬৩৬৮ নম্বরে যোগাযোগ করুন। বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]