মানুষ মেরে স্বর্গ খোঁজার
         চলছে কতো বাহাদুরি ;
অজ্ঞানী আজ পাষাণ হ'য়ে
         জ্ঞানীর মাথায় চালায় ছুরি!

একটি গাছ কতো বছরে
         হয় সে বৃক্ষ-বনস্পতি ;
শিক্ষাবিহীন মূর্খ শিয়াল
         নিমেষেই তার করে ক্ষতি!

নিজের জ্ঞানের স্পর্ধা কভু
          অস্ত্রের মাপে হয় না মাপ ;
ধর্মের নামে ভন্ডামি ক'রে
          হত্যা করা জঘন্য পাপ!

স্বর্গ-নরক-দোজখ-বেহেস্ত
         কর্মের গুণে হয় পাওয়া ;
আসল ধর্ম না জেনে ভাই
        অধর্ম পথে কেন যাওয়া?

সকল কর্ম-ধর্মের হিসেব
          দিতে হবে এই দুনিয়ায় ;
অন্যায় ক'রে পার পাবে না
         এ কথা ভাবো সব সময়!
তাং-- ০৪/০৩/১৮