এ জীবন হোক তোমার পূজার
-অসিত কুমার মন্ডল
আমার অহংকার সব গিয়েছে ধূলায় মিশে।
আজ আমি খুঁজি প্রভু তোমার পথের দিশে!
সত্য-সঠিক সে পথ খুঁজে পাই না কেন স্বামী?
তোমার পথে ঘুরে মরি অনন্তকাল আমি।
এই ধরণীর পরিচালক তুমি যদি প্রভু।
তোমার পথ খুঁজে কেন পাই না আমি তবু।
যে পথ তোমার জ্যোতির আলোয় জগৎ করে জ্যোতি;
এই অধমের সেই পথেতে করো তুমি গতি।
আমার নয়ন তোমার আলোয় দাও ভরিয়ে যদি।
তোমার নামে তোমার পথে থাকবো নিরবধি।
চাই না সুখের রাজপ্রসাদ চাইনা কোনো সুখ।
তোমায় জানলে এ জীবনে উঠবে ভরে বুক।
শান্তি নাই এ জীবনে কভু শান্তি কোথায় পাবো?
তোমার প্রেমের পরশ পেলে সব ব্যথা ভুলে যাবো।
দুঃখে যতই থাকি আমি তোমার নাম না ভুলি
এই জীবনে চাই যে পেতে তোমার চরণ ধূলি
জানি না এই আশা কভু পুরবে কোনো কালে?
কি যে আছে লেখা আমার অধম এই কপালে!
ব্যর্থ জীবন পুড়িয়ে ফেলে ছাই করো গো দয়াময়;
আবার জীবন নতুন করে সাজাও নতুন বিস্ময়!
হাজার জনমের সাধনার ফল তোমার পায়ে রাখো;
এই জীবনে নতুন করে নতুন ছবি আঁকো!
দান করো এক নতুন জীবন নতুন প্রচ্ছদ পটে!
আমি মানুষ এই পৃথিবীর জীবন নদীর তটে!
উঠুক বেজে নতুন গানে নতুন সুরে বাজি।
এ জীবন হোক তোমার পূজার নিত্য ফুলের সাজি!
তোমার পূজায় নিত্য যেন দিতে পারি অঞ্জলি!
আমায় তুমি সে শক্তি দাও প্রার্থনাতে তাই বলি।
এই জীবনে আর কিছু চাওয়া নেই গো বিশ্বময়!
ভক্তিঅর্ঘ্য দিয়ে তোমার অভয় চরণ করি জয়!
তাং-০৯/০৫/২০২৪
[কাব্যগ্রন্থ-বিস্ময় জন্ম আমার]
[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে - হোয়াটসআপঃ ০১৭২০-২৯৬৩৬৮ নম্বরে যোগাযোগ করুন। বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]