মৃত্যুর ভিতরে জন্ম আমার
পাপের ভেতরে হাসি !
রক্তের ভিতরে স্বপ্ন দেখি
আমি এক সর্বনাশী !

চন্দ্রেতে বসি প্রার্থনা করি
সূর্যতে করি বাস ;
বাতাসে আমি নি:শ্বাস ফেলি
পাতালে করি চাষ!

আকাশ আমার হৃদয় জমিন
সাগর আমার ঘাম ;
গিরি-পর্বত পায়ের ধূলা
জীব -জন্তুর নাম ।

গ্রহ-নক্ষত্র চোখের অশ্রু
বিজলী আমার দৃষ্টি ;
আজব আমি এই পৃথিবীর
আজব আমার সৃষ্টি !

[কবিতাটি-আজব আমি-ছড়াগ্রন্থের অন্তর্ভূক্ত।]

★আজব আমি ★
কবিতার ইংরেজি অনুবাদ
★I am strange ★
    -Ashit Kumar Mondal

I was born in death
I laugh in sin!
I dream in blood
I am a perishing being!

I sit on the moon and pray
I live in the sun;
I breathe in the air
I cultivate in the underworld!

The sky is my heart, the earth
The ocean is my sweat;
The dust of the hills and mountains
The names of creatures and animals.

The planets and stars are the tears of my eyes
The lightning is my sight;
I am strange in this world
My creation is strange!

[The poem is included in the collection of poems - Strange I Am.]