বিজয়ের মাস এলেই আত্মারা কাঁদে!
নিকষকালো অন্ধকারের অদৃশ্য
কোটরে-মৃত্তিকা-মায়ের ক্রোড়ে--
আত্মচিৎকার করে তারা!
নির্দোষ সেই সব মানুষের--
অত্যাচারী নরখাদকেরা নির্বিচারে
যাদের ছিঁড়ে খেয়েছে নিষ্পাপ শরীর।
তারাতো আজো মরেনি--
মরতে পারে না কোনোদিন ।
হাজার অপমান আর লাঞ্ছনার ইতিহাসে
ওরা রক্তের দাগ হ'য়ে আছে আজো ।
বিভৎসতার চিহ্ন কোনোদিন হয়কি মলিন ?
সত্যের ইতিহাস কি মুছে যায় কখনো ?
ত্রিশলক্ষ বিগত আত্মার অভিশাপ,
সত্যের কাঠগড়ায় দাঁড়িয়ে --
আজো সাক্ষী দেয় প্রেতাত্মারা
হায়েনাদের অপকীর্তির নির্মম কাহিনীর !
বিজয়ের মাস এলেই আত্মারা কাঁদে !
আজো বুভুক্ষু আত্মাদের সকরুণ কাতরানির সুর
বাতাসের শোঁ শোঁ শব্দে --
ধ্বণিত-প্রতিধ্বণিত করে প্রতিক্ষণ ।
নৃসংশতার, বর্বরতার করুণ চিৎকার
আজো ভেসে বেড়ায় আকাশে-বাতাসে-
দেশের সকল বধ্যভূমির অন্তরে !
মায়ের কোলে যে শিশু স্তনপানে রত,
তার রক্তাক্ত দেহ লুটিয়ে পড়েছে--
স্নেহময়ী জননীর বুকের উপর
পশুদের নিষ্ঠুর বেয়োনেটের আঘাতে !
ভাতের থালায় বয়েছে রক্তের প্লাবন !
যে রক্তমাখা শরীর--
আর খাবারের থালায় মিশে গেছে
অনাহারি মানুষের রক্তমাখা মুখ !
সেই আত্মারা আজো কাঁদে !
বিজয় দিবস এলেই ওরা --
ডুকরে কেঁদে ওঠে লক্ষ কণ্ঠে !
তাং--০১/১২/১৭
[কাব্যগ্রন্থ-“হাজার বছরের স্বপ্ন”-প্রকাশ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২। মোড়ক
উন্মোচন ‘জেলা সাহিত্য মেলা’। বইটি-রকমারি ডট কম ও বইফেরি থেকে সকল কবি বন্ধুদের সংগ্রহ করতে বিশেষ ভাবে অনুরোধ করছি।]