নিরুত্তর আকাশ,
নিরুত্তর বাতাস-
নিরুত্তর ফুল, পাখি সব।
থেমে যাবে গোপনে
গোপন স্বপন চয়নে-
বিগতের সব কলরব!
সপ্নেরা বাঁধেনি বাসা
যে বনে ফোটেনি ফুল-
ভোমরেরা আসেনি উড়ে।
তবু ও পুরাতন ইতিকথা
স্মৃতির পাতায় রবে-
অগণিত কাহিনীর ভিড়ে।
মাটির গন্ধের হাওয়া
একই রবে ঠিক-
চারিপাশ সুনসান।
যে সুরে গেয়েছি গান
সে সুর হবে না নতুন-
শুধু সময়ের ব্যবধান ।
চেতনার সৌষ্ঠব যদি
নতুন কারুকার্যে কভু-
ছায়া ফেলে সীমানায়।
নতুন বছর তবে
পুরানোকে ঝেড়ে ঝুড়ে-
আসবে আসন্ন সম্ভবনায়।
তাং-- ৩১/১২/১৭
[ কাব্যগ্রন্থ- বিস্ময় জন্ম আমার]