মূল যদি না থাকে তবে
কেমনে বাড়ে গাছ?
পুকুরে যদি জল না থাকে
কেমনে বাঁচে মাছ?
আদি যদি না থাকে কিছুর
কেমনে হয় সৃষ্টি?
আকাশে যদি না জমে মেঘ
কেমনে ঝরে বৃষ্টি?
পুরানো কোষ মরে দেহে
জন্মে নতুন কোষ,
হাঁস, মুরগি, ছাগল, গরুর
সব মাংসই গোশ।
পুরানো জিনিসে রং মাখিয়ে
নিত্য-নতুন বোঝা,
মূল সৃষ্টি ধরে রেখে
নতুন কিছু খোঁজা।
পিতাকে বাদ দিয়ে কভু
হয় না ছেলের পরিচয়,
ধর্ম, দর্শন, সাহিত্য, বিজ্ঞান
একই ধারায় বয়।