দিন দিন সব ভাললাগা গুলো যেন হারিয়ে যাচ্ছে!
আজ যা সুন্দর ব'লে ভেবে ছিলাম--
কাল তা অসুন্দর বলে প্রতীয়মান হচ্ছে!
প্রতিক্ষণে ক্ষণে মানুষের মন-মানস বদলে যায়;
বদলে যায় ভালবাসার স্বপ্নসিঁড়ি!

বিস্ময়ের আবেগে শুধু-
কষ্টের অনুভূতিকে লালন করি দিনরাত!
অথচ হৃদয়ের অভিব্যক্তি গুলোকে-
প্রকাশ করার ভাষা খুঁজে পাই না কখনো।
বিশ্বাস নাকি অবিশ্বাসের দোলাচলে আজ-
উড়ন্ত ঘুড়ির পিছনে ছুটে চলি?
এ প্রশ্ন তোলপাড় করে-
               আপন স্বত্ত্বায়!