আপন মাপন
-অসিত কুমার মন্ডল

অন্যকে না মেপে আগে
              নিজের মাপটা মাপুন,
নিয়মিত নিজের বোধের
             কিপ্যাড গুলো চাপুন।

নিজের বুদ্ধি কতো মিটার
             লম্বা আড়ে কতো,
নিজের দোষটা মাপতে শিখুন
             বুদ্ধিমানের মতো।

নিজের মাপে সমাজটারে
              যায় না কভু মাপা,
মাপতে গেলে হঠাৎ কখন
               খেতে হয় যে চাপা।

নিজের মতো নয় যে কভু
               পৃথিবীর সব আপন,
অন্যকে তাই মাপার আগে
               মাপুন আপন মাপন।