আমার আমিকে তোমার চরণে সঁপেছি
      -অসিত কুমার মন্ডল

জীবন আঁধারে ডুবে মরি প্রভু প্রতিক্ষণ প্রতি পলে
তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার কর্মফলে।
যে জীবন আমি চেয়েছিলাম এই পৃথিবীর মাঝে;
যে আশায় আমি করেছি সাধনা সকাল-সাঁঝে।
যে আশা ছিল মনে আমার হয়নি পূরণ কভু
মঙ্গল কর্মে পূর্ণ করো সকল ইচ্ছা প্রভু!

যেটুকু আমি চেয়েছি দয়াল ততোটুকু তুমি দাও;
আমার হৃদয় ভূমিতে তার কিঞ্চিত ফসল ফলাও!
আমারে তুমি সত্যের পথে ন্যায়ের পথে হাঁটাও
যতো ইচ্ছা পূণ্য কর্মে আমারে তুমি খাটাও।
সাধনার যতো পথ আছে-সে পথে যেন চলি;
প্রতিক্ষণ প্রতি পদে পদে যেন সত্য কথা বলি।
জীবনের সকল কর্মে প্রভু তুমি দাও নির্দেশনা;
পালন করি অক্ষরে অক্ষরে না করি অবমাননা!
আমি যেন হই তব হুকুমের দাস সকল কর্মে;
দাও সেই মতি-থাকি যেন সদা ন্যায় ধর্মে।

সতত আমারে যে পথে তুমি চালাও প্রণমেশ;
সে পথে যেন আমি চলি চাই না সুখের বেশ।
আমার আমিকে তোমার চরণে সঁপেছি জগদীশ;
সকল কর্মে দাও মোরে প্রভু একটু আশীষ!
এ জীবন ভবে ক’দিন রবে জানো জগৎপতি
তুমি বীনে প্রভু এ জীবনের কি আছে গতি।

এ জীবনের যতো আশা  ত্যাগ করেছি সব;
শুধু তোমার ভজন-সাধনে করি যেন কলরব!
শান্তি আমি চায়নি কখনো ওগো পরমপিতা;
করেছি ত্যাগ যতো আয়েশ নেই কোনো বিলাসিতা
সকল বাসনা তেজেছি আমি করেছি সমর্পণ;
যতো কল্যাণ কামনা তুমি পূর্ণ করো হে অদর্শন!
তাং-১১/০৫/২০২৪

[কাব্যগ্রন্থ-বিস্ময় জন্ম আমার]

[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক  সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে - হোয়াটসআপঃ ০১৭২০-২৯৬৩৬৮ নম্বরে যোগাযোগ করুন।  বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]