আমার এ দেশ
-অসিত কুমার মন্ডল

কঠিন সময় পার করছে আমার এ দেশ;
চারিদিকে বিভৎস এখন তার পরিবেশ!

প্রতিহিংসা আজ রূপ নিয়েছে মরণ-ঘাতি!
মিছিল-মিটিং -স্লোগানে চলছে হাতাহাতি!

জাতির ঘাড়ে চেপেছে আজ এ কোন অসুখ?
দেশের জনগণের মনে নেই কোনো সুখ!

মারামারি, লাঠালাঠি চলছে ভীষণ অহরহ;
সামাল দেবে কে-সে জন? এ কুমতি ভয়াবহ!

নিত্য হচ্ছে জানমালের ক্ষয় নিরাপত্তাহীন  দেশ;
হাজার বছর ধরেও কভু হয়নি এমন পরিবেশ!

কঠিন আইন, কঠোর মানুষ, বিদ্বেষে আজ ক্ষিপ্ত;
অন্যায় আর গহিত কাজে সর্বদা সবাই লিপ্ত!

জনগণের মন ভেঙেছে দেশের প্রতি আজ;
নিত্য কেবল চলছে শুধু অশান্তির কারুকাজ!

দয়া-মায়া-স্নেহ-প্রেম সব যেন আজ মিথ্যে;
নিজের স্বার্থ হাসিলের চিন্তা এখন সবার চিত্তে!

ন্যায়-অন্যায়-পাপ-পূণ্য ভুলে গেছে আজ মানুষ;
বিবেকহীন, নৃসংশ কাজে হয়েছে দেখি বেহুঁশ!

দেশটা কভু-কখনো তো এমন ছিল না আগে;
মানুষের প্রতি ছিল মানুষ মহবত-অনুরাগে।

ভিন্ন ধর্ম, ভিন্ন গোত্র, ভিন্ন জাতি-বর্ণ হেথা;
সবাই ছিল মিলেমিশে ছিল না কোনো নিঠুর নেতা!

সে দেশটাতে কি হলো এমন কোন সে মানুষ গুলো?
সম্প্রীতি সব জ্বালিয়ে-পুড়িয়ে করল  ছাই-ভষ্ম-ধূলো!

বাঙালি শুধু বাঙালি ছিল চিরদিন সহজ-সরল!
মন ভেঙে আজ সব মানুষের ঢুকালো মনে গরল!

সেই বাঙালির প্রজন্ম আজ এমন নিষ্ঠুর কেমনে হলো?
শান্তিপ্রিয় জাতিকে বলে-দেশ ছেড়ে অন্য দেশে চলো!

বর্তমান এই প্রজন্ম কোন এলো ভিন্ন গ্রহ থেকে?
কলংক আজ করল লেপন বিশ্ববাসি তাকিয়ে দেখে!

এটাতো নয় দেশপ্রেম ভাই-এটা তো নয় সংস্কার;
কাজের মধ্যে থাকে যখন প্রতিহিংসার কাজকারবার!

সত্যের পথে, ন্যায়ের পথে দেশের উন্নয়ন করতে হয়;
দলাদলি, ঠেলাঠেলি, হিংসা-বিদ্বেষ দেশপ্রেম নয়!

মুখের ভাষা আর কাজের ভিতর তফাৎ থাকে যদি;
মিথা ভাষণ, জনগণকে শোষণ, লক্ষ্য যখন গদি।

সে ক্ষমতা রাখতে পারে না কোনো অধিশ্বর;
যদি সেখানে ভর করে এসে লোভের যাদুকর।

আপামর সকল দেশের মানুষকে ভাবতে হবে আপন।
দেশনায়ক ভালবাসা পাবে জনগণের কাছে তখন।

বিশৃঙ্খলা, প্রতিহিংসা দিয়ে শাসন করা যায় না দেশ;
সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে রচিত হয় সুন্দর পরিবেশ।

সেই দেশেতে শান্তি আসে দেশনায়ক হয় সফল;
নইলে সবই মিথ্যা জেনো- পরিণতি সব বিফল!
তারিখঃ ১১/০২/২০২৫


My country
--Ashit Kumar Mondal

My country is going through difficult times;
The environment around it is now horrible!

Revenge has taken the form of death-killing today!
There are fights going on in processions-meetings-slogans!

What kind of illness is weighing on the nation today?
The people of the country do not have any happiness in their minds!

Fights, fights are going on very frequently;
Who will handle it? This chaos is terrible!

Life and property are being lost daily, the country is insecure;
An environment that has not been seen for thousands of years!

Hard laws, harsh people, today are angry with hatred;
Everyone is always involved in injustice and evil deeds!

The people's hearts are broken towards the country today;
Only unrest is being worked on daily!

Kindness-love-affection are all false today;
The thought of achieving one's own interests is now on everyone's mind!

People have forgotten justice-injustice-sin-virtue today;
They have committed senseless, brutal acts, and are helpless!

The country was never like this before;
People were full of love and affection for each other.

Different religions, different tribes, different castes and races were there;
Everyone lived together, there was no single leader!

What happened to those people in that country?
Harmony burned everything to ashes!

Bengalis were always simple and straightforward!
Today, the hearts of all people are broken and the hearts of all people are burning!

How did that generation of Bengalis become so cruel today?
They tell the peace-loving nation - leave the country and go to another country!

Did this current generation come from a different planet?
The world has smeared the country today and is watching!

This is not patriotism, brother - this is not reform;
When revenge is in the works!

The country has to be developed on the path of truth, on the path of justice;
Factionalism, pushing, jealousy and hatred are not patriotism!

If there is a difference between speech and action;
False speech, exploitation of the people, when the goal is a mattress.

No god can hold that power;
If a magician of greed comes there and takes over.

The people of all countries must think of themselves as their own.
Then the leader of the country will get love from the people.

The country cannot be ruled with chaos, revenge;
A beautiful environment is created in the bond of friendship and harmony.

Peace comes to that country and the leader of the country becomes successful;
Otherwise, everything is false - the consequences are all failures!
Date: 11/02/2025