প্রেমের জন্য মনটা তোমার
ভীষণ এখন মাতাল,
তাইতো প্রেম খুঁজছো শুধু
আকাশ আর পাতাল।
রঙধনু মন যখন ওঠে
সাতটি রঙে রেঙে,
নিত্য-নতুন প্রেমের অফার
সিদ্ধান্ত যায় ভেঙে।
মাঝখানের এই পৃথিবীর সব
নর-নারী যতো,
অহরহ প্রেমের জন্য
হয় যে ব্যাকুল কতো।
তাইত বলি ওগো মেয়ে
মনটা করো ঠিক,
প্রেমে পড়ে হারিয়ে ফেলো না
নিজের দিগবিদিক।
[ আকাশ-পাতাল প্রেম - ‘ফাগুনে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।]
ফেজবুক পেইজে একটি comment -এর প্রেক্ষিতে ।