# আকাশ  আমি এসেছি #
          -- অসিত  কুমার মন্ডল

বলাকারা উড়ে যায় নীল-আকাশে
আমি  সাঁতারকাটি প্রেম সমুদ্রে ;
তুমি চুপটি  ক'রে বসে থাকো
পৃথিবীর  ভালবাসার পূষ্প কাননে--
স্বর্গের অপ্সরীর মতো।

শশীকলার স্বচ্ছ  আলোক বিন্দু
তোমার লাবন্যময়ী শরীরে  প্রতিফলিত  হয় ;
সে রূপ ঝিলিক দিয়ে ওঠে--
লবন সমুদ্রের জলের উপরে
মৎস্য কন্যার দলের মতো।

ভালবাসার সাগর পাড়ে বসে বসে
আমি ভাবি- এ বুঝি ভালবাসার আগুনজল!
মনের চোখে এ অনল দেখা যায়।
মনে হয়-শঙ্খচিল হ'য়ে অন্তরীক্ষে পাখা মেলি।
তোমার নিশানা খুঁজে পেতে।

হঠাৎ তুমি যেন হুরপরি হ'য়ে  উড়ে এলে
শোঁ শোঁ শব্দে নেমে এলে নিচে।
আচম্বিতে আমি কেঁপে উঠলাম!
আশংকার  শিহরণে মুদিত আমার দু'নয়ন ;
তুমি বললে: আকাশ  আমি এসেছি!

           (  কাব্যগ্রন্থ : প্রেমস্বর্গ )