রাজনীতির ছড়া--এক
পদের প্রমোশন
      -- অসিত কুমার মন্ডল

বড় পদ পেতে হলে
            মারতে হবে তেল,
নইলে তারা গ্রেডস্কেলে
            করবে কিন্তু ফেল।

নেতার পিছে ঘুরতে হবে
             মাখাতে হবে ঘি,
সব কথাতে বলতে হবে
             জি স্যার জি!

হুজুর হুজুর করতে হবে
             সাজতে হবে চামচা,
সকাল-বিকাল নেতার পিছে
            ধরতে হবে গামছা।

তখন যদি বড়ো নেতা
              একটু খুশি হন,
প্রমোশনটা পেয়ে যাবেন
              যেটা আপনি চান।
তাং-- ১৫/০১/১৮



রাজনীতির ছড়া--- দুই
ত্যাগি বনাম চামচা
    - অসিত কুমার মন্ডল

ত্যাগি নেতার পকেট ফাঁকা
           চামচা নেতার পকেট ফুল ;
বড়ো নেতায় ত্যাগি নেতার
           সকল কাজে ধরে ভুল!

ত্যাগি নেতা রাজনীতিতে
         হোকনা যতই বিশারদ ;
চামচা নেতা উড়ে এসেই
         দলের ভিতর পায় পদ!

ত্যাগি নেতা দলের জন্য
          নিজেকে যতই করুক ত্যাগ ;
চামচা নেতা সবখানেতে
         লাগায় দুর্নীতির জ্যাক!

সহজ- সরল ত্যাগি নেতার
           কপাল তাই যে আজ মন্দ ;
চামচা নেতায় ভোগ করছে
          রাজনীতির সব আনন্দ!
তাং-- ১৬/০১/১৮


রাজনীতির ছড়া--তিন
ভাবছি শুধু তাই
           --অসিত কুমার মন্ডল

তরমুজ মিয়া বলল সেদিন
            হরমুজ মিয়া ভাই ;
রাজনীতিতে দলের ভিতর
           আমাদের স্থান নাই।

সারা জীবন দল ক'রেছি
           পায়নি কোনো পদ ;
মনের ভিতর ব'য়ে চ'লেছি
           আফসোস আর বিষাদ!

রাজনীতিতে আজকে যারা
          আঙুল ফুলে কলাগাছ ;
দলটাকে গঠন করতে
          করেনি তারা কোনো কাজ।

মস্তক ভান্ডে নেই যাদের
          রাজনীতির 'ক' জ্ঞান ;
তারাই আজকে দখল করেছে
           আসল নেতার স্থান!

সেই দলেতে কেমন ক'রে
          থাকবো মিয়া ভাই?
আরেক দলে যাবো এবার
          ভাবছি বসে তাই।
তাং-- ১৭/০১/১৮

রাজনীতির ছড়া--চার
ভাবছে বসে পাঁচো
    --অসিত কুমার মন্ডল

সারাজীবন দল ক'রে আজ
          ভাবছে বসে পেঁচো ;
বড়ো নেতার পদ গুলো সব
          দখল করে কেঁচো।

যাদের উপর ভরসা ক'রে
         খেটেছি দিন-রাত ;
তারাই এখন মুখ ফিরিয়ে
         হানছে যে আঘাত!

দলের ভিতর আমরা যেন
        আগাছা-জঞ্জাল-ছাই ;
মোদের এ সব দু:খের কথা
        কার কাছে জানাই?

টাকার পিছে ছুটছে সবাই
         দেশপ্রেম মূল্যহীন ;
আগামী প্রজন্মের সামনে
         আসছে খারাপ দিন!
তাং-- ১৮/০১/১৮


রাজনীতির ছড়া---পাঁচ
টাঙি নেতা বনাম বাঙি নেতা
       -- অসিত কুমার মন্ডল

টাঙি নেতা ঘরের ভিতর
           দেখায় কতো বাহাদুরি ;
বাঙি নেতা যখন তখন
           যারে তারে মারে তুড়ি।

টাঙি নেতা ঘোরে যখন
       বড়ো নেতার পিছে ;
বাঙি নেতা বলে তারে
      তুইতো আমার নিচে।

টাঙি নেতা মঞ্চে উঠে
        বলে যখন কথা ;
বাঙি নেতা বলে তখন
        ওতো নেতার ছ্যাতা!

টাঙি নেতা সবার সাথে
        করে যখন মোলাকাত ;
বাঙি নেতা মুখ ভেঙচে
       বলে আরে ধ্যাঁৎ ধ্যাঁৎ!
তাং-- ১৮/০১/১৮


রাজনীতির ছড়া -- ছয়
শিক্ষিত জননিধি
     -- অসিত কুমার মন্ডল

নির্বাচনে যারাই দাড়াক
        হবেই তারা শিক্ষিত জন ;
ডিগ্রী পাশের নিচেয় যারা
        পায়না যেন মনোনয়ন।

কাউন্সিলর ওয়ার্ড মেম্বর
        কমপক্ষে ইন্টার পাশ ;
নইলে তারা কেমনে বুঝবে
        রাজনীতির ইতিহাস?

ডিজিটাল এই নতুন যুগে
        শিক্ষিত সব জনগণ ;
ইলেকশনে জিতলেও তারা
        পায়না কোন মূল্যায়ণ।

শিক্ষার হার বেড়েছে যখন
          সচেতন আজ সবাই ;
রাজনীতির অঙ্গনে তাহলে
         শিক্ষিত জননিধি চাই।

শিক্ষা বিহীন অজ্ঞ নেতায়
       কেমনে করবে উন্নয়ন?
জনগনের নেতৃত্ব দিতে
        জ্ঞানের বুদ্ধি প্রয়োজন।
তাং-- ১৯/০১/১৮


রাজনীতির ছড়া---সাত
ডিগবাজি নেতার দেশপ্রেম
     -- অসিত কুমার মন্ডল

এ দল ও দল সকল দলে
            কাটছে সুদিন মন্দ না ;
ক্ষমতার দলে আছি এখন
            করছি তাদের বন্দনা।

কোন দলটা আসবে আবার
             নতুন ক' রে ক্ষমতায় ;
সেই দলেতে একটা লাফেই
            পৌঁছে যাবো ঠিক সময়।

যে দল যখন ক্ষমতা পায়
          তখন হই সে দলের লোক ;
রাজনীতিটা যেমন তেমন
         স্বার্থের প্রতি থাকে ঝোঁক।

স্বদেশ প্রেমের নামটা শুধু
         দেশের প্রতি প্রেম নাই ;
খুঁজছি কেবল কোন পেলানে
         কেথায় গেলে টাকা পাই।

সকল জায়গায় খেয়ে যাবো
         এটাই হ'লো দেশ প্রেম ;
বাহিরে দেশপ্রেম থাকলেও
         ভেতরে যে নকল ফ্রেম।
তাং-- ২০/০১/১৮

রাজনীতির ছড়া--আট
একতায় দল করো
      -- অসিত কুমার মন্ডল

এমন আজব রাজনীতি ভাই
          দলের ভিতর দল ;
নদীর ভিতর যেমন দেখিরে
          ঘোলায় পলির জল!

দলের ভিতর দলের মানুষ
          দুই দলেতে বিভক্ত ;
একই মতের পথের লোকের
          বিরোধে ঝরায় রক্ত!

স্বার্থের হিসাব করলে তখন
          দ্বন্ধের হয় সূত্রপাত ;
চাওয়া-পাওয়ার হিসাবে তাই
         ক্রোন্দল লাগে অকস্মাৎ।

বিরোধ থাকলে দলের ভেতর
          দল আসে না ক্ষমতায় ;
একক শক্তির ভিত মজবুত
         হয় না কভু পরাজয়।

তাইতো সবার বলছি রে ভাই
         একতা হ'য়ে দল করো ;
দ্বন্ধ-সংঘাত ত্যাগ ক'রে সবাই
          দলের রশি টেনে ধরো।
তাং-- ৩০/০১/১৮



রাজনীতির ছড়া ---নয়
ভাগাড় খোঁজা ভ্যালচার
      -- অসিত কুমার মন্ডল

নেতা নামের ভোগা লাটায়
         করছে দলের দফা সারা;
দলের আসল নেতা যারা
         করুন ওদের দলছাড়া।

মন্দির, মসজিদ, শশ্মান ঘাট
          দখল যাদের কালচার;
দলের ভেতর ক্যামনে থাকে
         ভাগাড় খোঁজা ভ্যালচার?

শিয়াল স্বভাব আছে যাদের
           চরিত্র গেছে পচে;
সকল কাজে নামবে ওরা
           ল্যাংটো হ'য়ে নিচে।

ওদের জন্য রাজনীতি আর
         সম্প্রীতি আজ নষ্ট ;
বারে বারেই ঘটছে শুধু
          সব সময় স্পষ্ট।

সবাই আমরা মিলে-মিশে
        গড়তে চাই এ দেশটা;
অথচ ওরা ধ্বংস করছে
         শান্তির পরিবেশটা!
তাং -- ২২/০৫/১৮

রাজনীতির ছড়া --দশ
রাজনীতির চাটা শিয়াল
      -- অসিত কুমার মন্ডল

অন্য দলের মানুষ যদি
        ঢোকে আসল দলে ;
সুঁইচোরা সুঁই ফাল হ'য়ে
        উল্টো পথেই চলে।

আম গাছের ছাল জাম গাছে
         লাগেনা কভু জোড়া ;
হনুমানকে যতই খাওয়াও
         সারে না মুখ পোড়া।

আবর্জনা যেখানেই রাখো
          পচে গন্ধ ছড়ায় ;
পাগলা কুকুর ডাকে কম
          মানুষকে শুধু তাড়ায়।

নুড়ি-পাথর গড়ায় শুধু
          বাঁধে না কখনো জমাট;
রাজনীতির চাটা শিয়াল
          সব দলেই ফিটফাট।

দলের আদর্শ নষ্ট ক'রে
         চুনকালি দেয় মুখে ;
সময় হ'লে আবার ওরা
         দল থেকে যায় চুকে।

তাং-- ০৫/০৩/১৮