ছড়া-কবিতা
আগাখালের ফটকে
    -অসিত কুমার মন্ডল

খালের আগায় পোষ্ট অফিস
        পোষ্ট মাষ্টার ফটকেরাম;
তিন টাকা মাইনে পায় সে
        লোক সমাজে কতো দাম।

শিক্ষার ডিগ্রী তাক ধিনা ধিন
        তিনবার সে আইএ ফেল;
নিজের বাড়ি পোষ্ট অফিস
        আবার চায় পে-স্কেল।

গ্রাম-গাঁয়ের পাড়ার ছেলে
       চাকরির জন্য এপ্লাই করে;
ইন্টারভিউয়ের কার্ড আটকে
       নিজের পকেটে রাখে ভরে!

পরীক্ষার ডেট মিস করিয়ে
       চাকরির কার্ড দেয় ফটকে;
ওরে এবার ধরে সবাই
       জেলখানায় দাও লটকে!

গাঁয়ের বহু বেকার ছেলের
        জীবন করেছে নষ্ট সে;
ঝাঁটা, লাঠি, জুতোর, বাড়ি
       এবার সবাই দাও কষে!

নইলে ওর জীবন ভরে
       হবে না কোনো আক্কেল;
রক্ত ওর ভীষণ খারাপ
       চরিত্রহীন বে-আক্কেল!

তাং-২৮/১২/২০ খ্রিঃ